🇬🇧 English Version – Premium Guidelines

1. Business Policy & Operation

  • Licensing & Registration: Sociends.com operates under valid trade license and business registration approved by the Government of Bangladesh.
  • Legal Compliance: All operations will follow the Digital Commerce Guidelines 2021 and Digital Security Act 2018.
  • Product & Service Legality: All products and services displayed must comply with Bangladesh’s laws.
  • Community Content: All posts, comments, and content shared on the community must adhere to legal boundaries.

2. Consumer Protection

  • Return Policy: Products can be returned and refunds processed within 7 to 15 days.
  • Transparent Transactions: All charges including delivery fees must be disclosed upfront.
  • Data Protection: Customers’ personal information will be protected in compliance with the Digital Security Act 2018.

3. Community Guidelines

  • Freedom of Speech & Decency: Users have the right to express opinions, but abusive language, hate speech, religious insults, and misinformation are strictly prohibited.
  • Prohibition of Crimes: Promotion of criminal activities, terrorism, or anti-state content is banned.
  • Privacy Protection: Sharing personal information of others without consent is prohibited.

4. E-commerce Guidelines

  • Clear Product Details: Accurate descriptions, prices, stock information, and photos must be provided.
  • Delivery Timeline: Delivery timeframes and methods must be clearly communicated.
  • Payment Methods: Payments can be made via authorized banks, mobile banking, and card payments.

5. Copyright & Intellectual Property

  • Content Ownership: All content, logos, and branding on Sociends.com are fully copyright protected.
  • Third-party Content: Use of any third-party content without permission is prohibited.

6. Legal Violation & Penalty

  • Administrative Action: In case of legal violations, information will be provided to the BTRC and relevant law enforcement agencies.
  • User Ban: Sociends.com reserves the right to permanently ban users for any violations.

7. Premium Membership & Subscription Policy

  • Membership Terms:
    To access AI services on Sociends.com, users must subscribe to a specific Paid Membership Plan.
  • Fees & Pricing:
    Membership fees will be clearly mentioned on the website, including VAT or any applicable charges.
  • Payment Methods:
    • Approved Gateways: Both local and international payment gateways will be accepted.
    • Mobile Banking: Services like bKash, Rocket, Nagad will be supported.
  • Refund Policy:
    • If the user does not receive the promised service after payment, they must report within 7 business days.
    • After verification, a full or partial refund may be provided based on the investigation.
  • Usage Limitation:
    Premium members can only use the AI services for personal purposes. Reselling, copying, or commercial use of AI-generated content is strictly prohibited.

8. Data Privacy & Security

  • Data Collection:
    During membership registration, name, phone number, email, and payment information will be collected.
  • Data Retention:
    All personal data will be stored and used in compliance with the Digital Security Act 2018 of Bangladesh.
  • Third-Party Data Sharing:
    Personal data will not be shared with third parties except for authorized partners or if legally requested by Bangladeshi law enforcement agencies.

9. Membership Cancellation & Suspension

  • Voluntary Cancellation:
    Members can cancel their membership at any time from their account settings.
  • Suspension for Violation:
    If a member violates Sociends.com policies, their account may be suspended or cancelled without prior notice.
  • Refund Eligibility:
    No refunds will be provided if cancellation is due to policy violations.

 

🇧🇩 Bangla – প্রিমিয়াম নির্দেশিকা

 

১. ব্যবসায়িক নীতিমালা ও পরিচালনা (Business Operation Policy)

  • লাইসেন্স ও নিবন্ধন: বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স ও নিবন্ধন প্রাপ্ত।
  • আইন অনুসরণ: ডিজিটাল কমার্স গাইডলাইন ২০২১ এবং বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ অনুসরণ করা হবে।
  • পণ্য ও সেবার বৈধতা: ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য ও সেবা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে।
  • কমিউনিটি প্ল্যাটফর্ম: কমিউনিটিতে প্রকাশিত সকল পোস্ট, মন্তব্য ও কন্টেন্ট অবশ্যই আইনগত সীমার মধ্যে থাকতে হবে।

২. গ্রাহক সুরক্ষা (Consumer Protection)

  • প্রত্যর্পণ নীতিমালা: নির্দিষ্ট সময়ের মধ্যে (৭-১৫ দিন) পণ্য ফেরত ও অর্থ ফেরতের সুযোগ।
  • স্বচ্ছ লেনদেন: পেমেন্ট, ডেলিভারি চার্জ ও অন্যান্য চার্জ আগেই জানাতে হবে।
  • ব্যক্তিগত তথ্য সুরক্ষা: গ্রাহকের তথ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহারের নিশ্চয়তা।

 

৩. কমিউনিটি আচরণবিধি (Community Guidelines)

  • বাকস্বাধীনতা ও শালীনতা: ব্যবহারকারীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার থাকলেও, গালিগালাজ, বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় অবমাননা, বিভ্রান্তিকর তথ্য নিষিদ্ধ।
  • আইন ভঙ্গরোধ: অপরাধমূলক কর্মকাণ্ড প্রচার, সন্ত্রাসবাদে উৎসাহিত করা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ।
  • প্রাইভেসি রক্ষা: অন্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ নিষিদ্ধ।

 

৪. ই-কমার্স নীতিমালা (E-commerce Policy)

  • স্বচ্ছ পণ্য বিবরণ: প্রতিটি পণ্যের বিস্তারিত বিবরণ, মূল্য, স্টক ও ছবি দিতে হবে।
  • ডেলিভারি সময়: ডেলিভারির সময় ও পদ্ধতি স্পষ্ট উল্লেখ করতে হবে।
  • পেমেন্ট মাধ্যম: অনুমোদিত ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও কার্ড পেমেন্ট গ্রহণযোগ্য।

 

৫. কপিরাইট ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি (Copyright & Intellectual Property)

  • স্বত্ব সংরক্ষণ: Sociends.com-এর কন্টেন্ট, লোগো ও ব্র্যান্ড সম্পূর্ণরূপে কপিরাইট সংরক্ষিত।
  • তৃতীয় পক্ষের কন্টেন্ট: অনুমতি ছাড়া অন্যের কন্টেন্ট ব্যবহার নিষিদ্ধ।

৬. আইন লঙ্ঘন ও শাস্তি (Legal Violation & Penalty)

  • প্রশাসনিক ব্যবস্থা: আইন ভঙ্গ করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তথ্য প্রদান করা হবে।
  • ব্যবহারকারী নিষেধাজ্ঞা: Sociends.com প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার ক্ষমতা সংরক্ষিত।

৭. প্রিমিয়াম মেম্বারশিপ ও সাবস্ক্রিপশন নীতিমালা (Premium Membership & Subscription Policy)

  • মেম্বারশিপ শর্তাবলী:
    Sociends.com-এ AI সেবা পেতে গ্রাহককে নির্দিষ্ট পেইড মেম্বারশিপ প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে।
  • ফি ও মূল্য নির্ধারণ:
    মেম্বারশিপ ফি ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে এবং VAT বা অন্যান্য চার্জ (যদি প্রযোজ্য হয়) আলাদাভাবে জানানো হবে।
  • পেমেন্ট সিস্টেম:
    • অনুমোদিত পেমেন্ট গেটওয়ে: দেশীয় ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হবে।
    • মোবাইল ব্যাংকিং: বিকাশ, রকেট, নগদ-এর মত সেবা গ্রহণযোগ্য।
  • রিফান্ড নীতিমালা:
    • যদি গ্রাহক পেমেন্টের পর সার্ভিস না পান, তাহলে ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগ জানাতে হবে।
    • নির্দিষ্ট তদন্তের পর গ্রাহকের অভিযোগ গ্রহণযোগ্য হলে পূর্ণ বা আংশিক রিফান্ড দেওয়া হবে।
  • কন্টেন্ট ব্যবহারের সীমাবদ্ধতা:
    প্রিমিয়াম মেম্বার শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্য AI সেবা পাবেন। কোনোভাবেই এই সেবা বা জেনারেট করা কন্টেন্ট পুনরায় বিক্রি, কপি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

৮. ডাটা প্রাইভেসি ও নিরাপত্তা (Data Privacy & Security)

  • তথ্য সংগ্রহ:
    মেম্বারশিপ প্ল্যানে সাবস্ক্রিপশনকালে গ্রাহকের নাম, মোবাইল, ইমেইল ও পেমেন্ট তথ্য সংগ্রহ করা হবে।
  • ডাটা সংরক্ষণ:
    গ্রাহকের ব্যক্তিগত তথ্য বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহার করা হবে।
  • তৃতীয় পক্ষের সাথে তথ্য বিনিময়:
    Sociends.com-এর অনুমোদিত পার্টনার ছাড়া অন্য কারো সাথে তথ্য শেয়ার করা হবে না, যদি না বাংলাদেশ সরকার বা আইন-শৃঙ্খলা বাহিনী আইনগতভাবে অনুরোধ করে।

৯. মেম্বারশিপ বাতিল ও স্থগিতকরণ (Membership Cancellation & Suspension)

  • স্বেচ্ছায় বাতিল:
    প্রিমিয়াম গ্রাহক যে কোনো সময় নিজে থেকে মেম্বারশিপ বাতিল করতে পারবেন।
  • অপব্যবহারজনিত স্থগিতকরণ:
    যদি কোনো মেম্বার Sociends.com-এর নীতিমালা লঙ্ঘন করেন, তবে পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।
  • অর্থ ফেরতের শর্ত:
    নীতিমালা লঙ্ঘনের কারণে বাতিল হলে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।